Wednesday, August 26, 2009

The Neighbour Hood Park - A translation of a song by Kabir Suman

The Neighbourhood Park
Clothes dry on rails, cakes dry on the wall
The grass has just dried off and is not there at all
The neighbourhood park, grass-less and dry
The children who play there will never ask why
The wood in the benches is weathered all over
Time comes and sits there like a forsaken lover
The wood in the benches is weathered all over
Time comes and sits there like a lone Chaplin cover
The neighbourhood park, grass-less and dry
The children who play there will never ask why
Those people near the gate lighting fire for food
Near the wall many homeless try make a livelihood
A lone tube well stands rusted a few steps away
As water keeps running out to join the fading day
Only a few forlorn trees keep their heads held high
And yet in that drought the sparrow wants to fly
The neighbourhood park, grass-less and dry
The children who play there will never ask why
The pale deathly trees with their dust ashen leaves
Time feels like tired and folds its own sleeves
The neighbourhood park, grass-less and dry
The children who play there will never ask why
There’s a broken bulb in that lamp post out there
The girls play their games in the lamp’s little sphere
The lamp post too joins with the girls in their fun
A clueless kite stuck to it flutters in the sun
As the day settles, children swarm the place
That boy gets up to dust the dirt off his dress
The little homeless girl too joins in the fun
Children preach equality in the grey grassless run
The neighbourhood park, grass-less and dry
The children who play there will never ask why
The original:
পাড়ার ছোট্ট পার্ক
রেলিঙ্গে শুকোয় শাড়ি পাঁচিলে শুকোয় ঘুটে
রেলিঙ্গে শুকোয় শাড়ি পাঁচিলে শুকোয় ঘুটে
ঘাস গুলো সব শুকিয়ে শুকিয়ে শেষ মেষ গেছে উঠে
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরওয়া করেনা সবুজ বাচ্চা গুলো
বেঞ্ছি গুলোর কাঠ রোদে পুড়ে জলে ভিজে
বেঞ্ছি গুলোর কাঠ রোদে পুড়ে জলে ভিজে
সমকাল এসে বসেছে সেখানে আহত প্রেমিক সেজে
বেঞ্ছি গুলোর কাঠ রোদে পুড়ে জলে ভিজে
বেঞ্ছি গুলোর কাঠ রোদে পুড়ে জলে ভিজে
সমকাল এসে বসেছে সেখানে একা চ্যাপলিন সেজে
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরওয়া করেনা সবুজ বাচ্চা গুলো
লোহার গেটের পাশে উনুন ধরায় কারা
লোহার গেটের পাশে উনুন ধরায় কারা
রেলিং ঘেষে সংসার করে কজন বাস্তুহারা
একটু দূরেই আছে ক্যাঁচক্যাঁচে টিপকল
একটু দূরেই আছে ক্যাঁচক্যাঁচে টিপকল
পরন্ত বেলা বালতিকে বলে চল রে জল কে চল
এদিক ওদিক দেখ কিছু গাছ আছে বাকি
এদিক ওদিক দেখ কিছু গাছ আছে বাকি
এই আকালেও আনাগোনা করে নাছোড়বান্দা পাখি
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরওয়া করেনা সবুজ বাচ্চা গুলো
বিবর্ণ গাছগুলো
বিবর্ণ গাছগুলো ধুলোয় ধূসর পাতা
বিবর্ণ গাছগুলো ধুলোয় ধূসর পাতা
বেগতিক দেখে ক্লান্ত সময় গোটায় জামার হাতা
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরওয়া করেনা সবুজ বাচ্চা গুলো
ল্যাম্পোস্টের বাল্ব গুলতির ঢিলে ভাঙ্গা
ল্যাম্পোস্টের বাল্ব গুলতির ঢিলে ভাঙ্গা
এটাকে ঘিরেই খেলছে মেয়েরা খেলছে কুমির ডাঙ্গা
চোর-চোর খেলা হলে ল্যাম্পোস্ট হয় বুড়ি
ভাদ্দুরে রোদে এটাই হাতায় নিরুদ্দিষ্ট ঘুড়ি
বিকেল বেলার রোদে বাচ্চার ভিড় বারে
বিকেল বেলার রোদে বাচ্চার ভিড় বারে
খেলতে খেলতে পড়ে যাওয়া ছেলে প্যান্টের ধুলো ঝাড়ে
বাস্তুহারারও খুকি মেটায় খেলার সাধ
বাস্তুহারারও খুকি মেটায় খেলার সাধ
ঘাস উঠে যাওয়া ধূসর পার্কে শিশুর সাম্যবাদ
পাড়ার ছোট্ট পার্ক ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরওয়া করেনা সবুজ বাচ্চা গুলোসবুজ বাচ্চা গুলো

No comments:

Post a Comment